কমলার স্বাদ কিছুটা টক-মিষ্টিযুক্ত হলেও অরেঞ্জ কেক খেয়েও যে তৃপ্তির ঢেকুর তুলা যায়, তা ‘আল-এরাবিয়ান কেক এন্ড সুইটস’ – স্পেশাল অরেঞ্জ কেকটি না খেলে বুঝবেনই না। এই কেকটি তাজা কমলা লেবুর স্বাদে হওয়ায় তা যেমন সতেজ তেমনি টক-মিষ্টির এক দুর্দান্ত সংমিশ্রণ।
তাই আর দেরি কেন, এই গরমে উপভোগ করুন তাজা কমলা লেবুর স্বাদে অরেঞ্জ কেক।